
শামীম কেন বিসিবির চুক্তিতে নেই
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রাখেন শামীম হোসেন। এরপর বিপিএলেও ঝড়ো ব্যাটিংয়ের সামর্থ্য আরেকবার দেখান।। বিশ ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ তাকে বলাই যায়। সামনের পালাবাদলের পালায় তিনি ফিরতে পারেন ওয়ানডেতেও। কিন্তু বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি তরুণ আগ্রাসী ব্যাটসম্যানের। তার সামনে অবশ্য দুয়ার খোলা রাখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
২০২৫ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে এমনিতে বড় কোনো চমক নেই। গত বছর জাতীয় দলের হয়ে বিভিন্ন সংস্করণে পারফর্ম করা ২১ জনকে নিয়ে সাজানো হয়েছে এবারের তালিকা। তবে কিছুটা হলেও বিস্ময় জাগিয়েছে শামীমের না থাকা।
গত ডিসেম্বরে ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন শামীম। গায়ানার বোলিংবান্ধব মন্থর উইকেটে প্রথম দুই ম্যাচেই শেষ দিকে ঝড় তোলেন তিনি।