‘রোমিও ব্রাদার্স’ নিয়ে কতটা জানেন

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৭

তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে মিউজিক্যাল ডুয়ো ‘রোমিও ব্রাদার্স’। ব্যান্ডের দুই প্রাণভোমরা নয়ন ও অরূপকে শ্রোতাদের কেউ কেউ ভাবেন দুই ভাই, কেউ আবার পাকিস্তানি বা ভারতীয়। আসলেই কি? দুজনের সঙ্গে আড্ডা দিলেন মকফুল হোসেন


প্রথম আলো: ব্যান্ডের নাম ‘রোমিও ব্রাদার্স’ কেন?
নয়ন: ‘রোমিও ব্রাদার্স’ আমাদের গায়কি, ফিলোসফি (দর্শন) এবং আমাদের উপস্থাপনাকে গভীরভাবে প্রকাশ করে।


অরূপ: ‘রোমিও’ যেমন একটি নাটকের চরিত্র, আমাদের ব্যান্ডও মঞ্চে ঠিক ততটাই পারফরমেটিভ। আমরা শুধু গান গাই না, আমাদের কস্টিউম (পোশাক), স্টেজ ডেকোরেশন (মঞ্চসজ্জা) এবং সামগ্রিক উপস্থাপনায়ও একধরনের রঙিন, রোমান্টিক আবহ তৈরি করার চেষ্টা করি। আর ‘ব্রাদার্স’ আমাদের বন্ধনের প্রতীক—আমরা শুধু একটা ব্যান্ড নই, আমরা একটি পরিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও