You have reached your daily news limit

Please log in to continue


আমি এখনও আবেদনময়ী : কারিনা

বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনও আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। চেহারা কেটে যাওয়া কিংবা বলিরেখায় কোনো আপত্তি নেই তারকার। তিনি মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

সদ্য কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে। 

২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পটৌদীকে। 

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, “২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।”

এই সাক্ষাৎকারে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’-র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন