এ যেন কেঁচো খুড়তে সাপ বের হওয়া। গত শনিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে একটি বাড়িতে ইজিবাইক চুরির সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ (২৩)। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন। সেই ঘটনা ঘটেছে তাঁকে আটকের ৫৩ দিন আগে।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার রিফাতের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায়।