আইপিএল ২০২৫ আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। আসর শুরুর মাত্র ১২ দিন আগে এমন সিদ্ধান্ত নিলেন ব্রুক।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও অবহিত করা হয়েছে।