
রমজান মাসে বিয়ে করা যাবে?
যুগান্তর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:১৬
প্রশ্ন: রমজান মাসে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে কেমন? এ মাসে বিয়ে করতে ইসলামে কি নিষেধাজ্ঞামূলক কোন বিধান আছে?
উত্তর: ইসলামি শরিয়তে এমন কোনো নির্দেশনা নেই যে রমজান মাস হওয়ার কারণে বিয়ে নিষিদ্ধ কিংবা অন্য কোনো মাসে বিয়ে করতে বাধা দেয়। বরং বছরের যে কোনো সময় বিয়ে করা জায়েজ।
কিন্তু রোজাদারের জন্য ফজর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সময়ে পানাহার ও স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। তাই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এবং রোজা নষ্টকারী বিষয়ে লিপ্ত হওয়ার আশংকা না করে তার জন্য রমজান মাসে বিয়ে করতে কোনো আপত্তি নেই।
তবে হ্যাঁ! যদি কেউ রমজানে এই ধারণা নিয়ে বিয়ে না করে যে, বিবাহের ব্যস্ততার কারণে রমজানের ইবাদতে ব্যাঘাত ঘটবে, তাহলে এ ধারণার কারণে বিয়ে পিছিয়ে নিতে পারবে।