সনদ পোড়ানো কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১০:৫৯

পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতীকী সনদ পোড়ানো কর্মসূচি দিয়েছে শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসক পেশাজীবীদের ১৭ সংগঠন।


ওই কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টার দিকে থেকে গণস্বাক্ষর শুরু হয়েছে। আর বেলা সাড়ে ১১টার দিকে সনদ পোড়ানো হবে বলে জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুন্নবী।


তিনি সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকদের বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল গণশুনানি হয়েছে। সেখানে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে।


“ম্যাটসের সার্টিফিকেট দিয়েই যদি চিকিৎসা দেওয়া যায়, তাহলে এমবিবিএস/বিডিএস পড়ার দরকার নাই। এমবিবিএস এবং বিডিএস না পড়ে কোর্টে রিট করার মাধ্যমেই ডাক্তার হওয়া যায়, সেই দেশে এমবিবিএস ও বিডিএস সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। এজন্য আমাদের এই কর্মসূচি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও