বেওয়াচ অভিনেত্রী পামেলার ‘আত্মহত্যার’ নেপথ্যে নির্মম সত্য!

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ২২:২২

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ মর্মান্তিকভাবে মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।


এদিকে কী কারণে পামেলা আত্মহত্যা করেছেন—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। একটি চাঞ্চল্যকর তথ্যও বেরিয়ে এসেছে। এমন মৃত্যুর জন্য পিপল ম্যাগাজিনকে সম্ভাব্য ওই কারণের কথা উল্লেখ করেছেন একসময় অভিনেত্রীর পরিবারের দেখভাল করা (ন্যানি) আন্দ্রেয়া ক্যানিং।


পিপল ম্যাগাজিনকে আন্দ্রেয়া জানিয়েছেন, মৃত্যুর আগের দিনগুলোতে বেওয়াচ অভিনেত্রী গুরুতর স্বাস্থ্য ও আর্থিক সংকটে ভুগছিলেন। তিনি বলেন, ‘শেষবার যখন আমি তাঁকে (পামেলা) দেখি, তিনি লাঠির সাহায্যে হাঁটছিলেন। আমি যে পামেলাকে চিনতাম—তিনি সেই পামেলা ছিলেন না।’


আন্দ্রেয়া জানান, ২০০৩ সালে পামেলা এবং অভিনেতা হাসেলহফের মোটরসাইকেল দুর্ঘটনা তাঁর ওপর গভীর প্রভাব ফেলেছিল। অর্থ সংকটও তীব্র হয়ে উঠেছিল তাঁর জীবনে। তিনি প্রায় সময়ই বলতেন, ‘আমি গৃহহীন হয়ে যাব। আমাকে এই বাড়ি ছাড়তে হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও