ইতিহাস গড়ার কথা জানতেন না নাঈম শেখ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ২২:০৫

প্রতিপক্ষ বোলারাদের কচুকাটা করে মোহাম্মদ নাঈম শেখ খেললেন ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস। সঙ্গে সতীর্থদের কার্যকর অবদানে চারশ ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যেখানে এত দিন ছিল না বাংলাদেশের আর কোনো ক্লাব।


ব্রাদার্স ইউনিয়নকে অল্পেই গুটিয়ে অনায়াসে ম্যাচ জয়ের পরও এত বড় অর্জন সম্পর্কে জানতেন না বিধ্বংসী সেঞ্চুরি করা নাঈম। পরে জানতে পেরে ইতিহাসের অংশ হওয়ার আনন্দ যেন বেড়ে গেল বাঁহাতি ওপেনারের।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ব্রাদার্সের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই, লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের মাঠে যে কোনো দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪০৮ রান করেছিল ভারত। সেটি ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। একইসঙ্গে দেশের প্রথম দল হিসেবে এই সংস্করণে চারশ রানের মাইলফলক ছুঁয়েছে তারা।


প্রাইম ব্যাংকের ইতিহাস গড়ার নায়ক নাঈম। ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৫ বলে ১৮ চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন ২৫ বছর বয়সী ওপেনার। ব্রাদার্সকে ২৪৯ রানে গুঁড়িয়ে দলের ১৭৩ রানের জয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও