You have reached your daily news limit

Please log in to continue


বক্সারের চরিত্রে পলাশ, ঈদে আসছে ‘খালিদ’

অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে ‘খালিদ’ নামের একটি নাটক বানিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু।

যেখানে পলাশকে দেখা যাবে একজন বোহেমিয়ান স্বভাবের বক্সারের চরিত্রে।

অংশু ‘খালিদ’ নাটকের পোস্টার ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আসছে এই ঈদে’।

পোস্টারে পলাশকে বক্সারের রূপে দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে অংশু জানিয়েছেন, এই রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে ‘খালিদ’।

অংশুর ভাষ্যমতে, ফিকশনের ক্ষেত্রে ‘খালিদ’ নাটকটি ভিন্ন ধরনের। নাটকে ফাইটিং এবং বক্সিং রয়েছে, যা দর্শকের কাছে নাটকের ক্ষেত্রে নতুন মনে হবে।

অভিনেতা পলাশ বলেন, "এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি জীবনের বিভিন্ন জটিলতায় আটকে গেছে। গল্পটি পুরোপুরি কাল্পনিক। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম।"

বরাবরই ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহ রয়েছে জানিয়ে পলাশ বলেন, “ঈদে দশটি কাজ করার চেয়ে দুই একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ।"

‘খালিদ’ নাটকে পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন