
ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে ঢাবি-জাবিতে বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে বের হন, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বেরিয়ে আসেন। রাত ১টা নাগাদ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ২টা তেও বিক্ষোভ অব্যাহত ছিল।
এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ভোররাত ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।