ফাইনাল দিয়েই কি রোহিতের শেষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ২১:১১

রোহিত শার্মার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে সেই আলোচনা উচ্চকিত হয়েছে আরও। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, শিরোপা নির্ধারণী ম্যাচটি শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন ভারত অধিনায়ক। তবে এমন কিছু শোনেননি বলে জানালেন রোহিতের ডেপুটি শুবমান গিল।


২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণ থেকে জাতীয় দলকে বিদায় বলে দেন রোহিত। এরপর চলতি বছরের শুরুতে ফর্ম খরায় অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট থেকে যখন সরে দাঁড়ান তিনি, তখন থেকে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা।


রোহিত অবশ্য তখন পরিষ্কার করে বলেছিলেন, অবসর কিংবা নেতৃত্ব ছাড়ছেন না তিনি। নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, রান করতে না পারার বিষয়টি। ওই সফরে তিন টেস্টের পাঁচ ইনিংসে মোট ৩১ রান করতে পেরেছিলেন তিনি। বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে এক ফিফটিতে তার ব্যাট থেকে এসেছিল কেবল ৯১ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও