You have reached your daily news limit

Please log in to continue


বিজিএমইএ নির্বাচন ২৮ মে

দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ৩৫টি পদে আগামী ২৮ মে ভোট হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, ভোটার নমিনেশন দাখিল করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত। ২৪ এপ্রিল পর্যন্ত চলবে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল।

প্রত্যাহারের সুযোগ থাকবে ৬ মে পর্যন্ত। ভোট দিতে সদস্যদের বকেয়া চাঁদা ২৯ মার্চের মধ্যে পরিশোধ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্বাচনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজিএমইএ নির্বাচনী বোর্ড সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি অন্তরালে চলে যান। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার অনুপস্থিতিতে পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন