
মাগুরায় ‘শিশু ধর্ষণের’ ঘটনায় মামলা হয়নি ৩ দিনেও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১৪:০৪
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। তবে পুলিশ বলছে মামলার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ।
শনিবার মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেন, “মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক হিটু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। আর সজীবকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।”