
এক সপ্তাহে লিভারপুলের ‘তিন ফাইনাল’
আগামী ১৬ মার্চ লিগ কাপের ফাইনাল খেলবে লিভারপুল। তবে এর আগে ভিন্ন দুটি প্রতিযোগিতায় যে দুটি ম্যাচ আছে, সেই দুটিকেও ফাইনালের মতো দেখছেন আর্না স্লট। দলের ফুটবলারদের প্রতি লিভারপুল কোচের বার্তা একটিই, এই সপ্তাহে লিভারপুলের সামনে তিনটি ফাইনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে পিএসজির সঙ্গে। পরের রোববার লিগ কাপের ফাইনালে প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটিকে ফাইনাল বলায় অবশ্য ভ্রূ কুচতে তাকাতে পারেন অনেকে। আপাতদৃষ্টিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ম্যাচ এটিই। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুলের অবস্থান সুসংহত। অতি নাটকীয় কিছু না হলে শিরোপা না জয়ের কোনো শঙ্কা তাদের নেই। সাউথ্যাম্পটন সেখানে পয়েন্ট টেবিলের তলানির দল। লিগের ২৭ ম্যাচে তারা জিততে পেরেছে স্রেফ দুটি। অবনমন তাদের একরকম নিশ্চিত।