ইতিহাসজুড়ে প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নারীরা, যা আজকের ডিজিটাল বিশ্ব গঠনে সাহায্য করেছে। নতুন প্রযুক্তি উদ্ভাবন থেকে শুরু করে বড় বড় কোম্পানির নেতৃত্ব দেয়া নারীরা প্রতিবন্ধকতা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অনেককে অনুপ্রাণিত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইমেন ইন টেক এমন কিছু নারীর কথা তুলে ধরেছে, যারা প্রযুক্তি জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছেন
হেডি ল্যামার
ওয়াই-ফাইয়ের উদ্ভাবক
হেডি ল্যামার ছিলেন একজন স্বশিক্ষিত উদ্ভাবক ও চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৪২ সালে তিনি জর্জ অ্যানথেইলের সহায়তায় একটি ‘গোপন যোগাযোগ পদ্ধতি’ উদ্ভাবনের জন্য পেটেন্ট পান। এ প্রযুক্তি মূলত যুদ্ধের সময় রেডিও-নিয়ন্ত্রিত টর্পেডোর (জলযানবিধ্বংসী) দিক পরিবর্তন বা বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় এ ধারণা ওয়াই-ফাই, জিপিএস ও ব্লুটুথ প্রযুক্তির বিকাশে অনুপ্রেরণা জোগায়।