
স্বাধীনতার লড়াইয়ে সাহস জুগিয়েছিল যে ভাষণ
রেসকোর্স ময়দানে উপস্থিত হয়ে ৭ মার্চের ভাষণ যারা শুনেছেন তারা কী দেখেছেন, কতটা প্রভাবিত করেছিল ওইদিনের ভাষণ? বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে এনে স্বাধীনতার লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ করতে এ ভাষণ কতটা কার্যকরী ছিল? তৃণমূলে গবেষণা ও বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এ লেখার অবতারণা।
ওইদিন প্রায় দশ লক্ষাধিক মানুষের উত্তাল সমুদ্রে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন, রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ওইদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতারা। কিন্তু তা করলে পাকিস্তানি সামরিক জান্তা লাখো নিরস্ত্র সাধারণ মানুষের ওপর আক্রমণ চালানোর পাশাপাশি শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করার সুযোগ পেত।