
টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে কি রোজা ভেঙে যায়?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১২:০২
রোজা অবস্থায় টুথপেস্ট বা অন্য কোনো মাজন ব্যবহার করে দাঁত মাজলে রোজা ভেঙে যায় না, তবে রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরুহ বা অপছন্দনীয়। তাই রোজার দিন টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজতে চাইলে সাহরির সময় শেষ হওয়ার আগেই সেটা করে ফেলা উচিত। আর সাহরির সময় শেষ হয়ে যাওয়ার পর দাঁত মাজতে চাইলে শুধু ব্রাশ অথবা মিসওয়াক ব্যবহার করা উচিত।
মিসওয়াক নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এটি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের মাধ্যম। আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টির মাধ্যম। (সুনানে ইবনে মাজাহ: ২৮৯)
- ট্যাগ:
- লাইফ
- ইসলাম
- রোজা ভাঙ্গার কারণ
- টুথপেস্ট