
কূটনীতিকদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আশা ফখরুলের
ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার করে আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সামনের পথ স্পষ্ট; একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন।’
রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি হেড অব মিশন জন ড্যানিলোভিচ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে সঙ্গে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন বিএনপি মহাসচিব ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরের টেবিলে ভারতের হাই কমিশার প্রণয় কুমার ভার্মা, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে নিয়ে বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।