
আইপ্যাডের পর নতুন ম্যাকবুক এয়ারের ঘোষণা অ্যাপলের
আইপ্যাড এয়ার উন্মোচনের একদিন পরই সাশ্রয়ী মূল্যের নতুন ম্যাকবুক এয়ার বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল।
এ নতুন কম্পিউটারটিতে রয়েছে কোম্পানিটির সর্বশেষ ‘এম ৪’ চিপ’সহ একটি আপডেটেড ক্যামেরা। অ্যাপলের নিজস্ব এ চিপটি ম্যাকবুক এয়ারকে আরও গতি দেবে। আর, ডিভাইসটি ব্যবহার করতে পারবে অ্যাপলের ‘সেন্টার স্টেজ’ প্রযুক্তি।
এটি এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে ম্যাকবুক এয়ারে থাকা ক্যামেরাটি ঘরের আশপাশের মানুষদের অনুসরণ করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নতুন এই ম্যাকবুক এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে। যা ডিভাইসটির আগের সংস্করণের চেয়ে একশ ডলার কম।
ম্যাকবুক এয়ারের সঙ্গে ‘ম্যাক স্টুডিও’র আপডেটেড সংস্করণও এনেছে অ্যাপল, যাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ম্যাক’ বলে বর্ণনা করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। ডিভাইসটিতে রয়েছে অ্যাপলের নিজস্ব ‘এম ৪ ম্যাক্স’ ও ‘এম ৪ আল্ট্রা’ চিপ।