মুশফিকের অবসরে যা বললেন বিসিবি সভাপতি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১৬:৩৫

টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর থেকে জাতীয় দলের সাবেক-বর্তমান সতীর্থ, বিসিবি ও বিদেশি তারকারা তাকে শুভকামনা জানাচ্ছেন। ১৯ বছরের ক্যারিয়ার গড়া মুশফিকের কাছ থেকে আগামীতেও বাংলাদেশের পাওয়ার আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  


মুশফিক ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের কথা জানান গতকাল (বুধবার) রাতে। যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। ওয়ানডেতে বাংলাদেশের অনেক সেরা মুহূর্তের সঙ্গে মুশফিক জড়িত এবং তার কাছ থেকে সবারই শেখার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিসিবি সভাপতি ফারুক। 


তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ানডে ক্রিকেটে ইতি টেনেছেন তিনি। মুশফিক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যে অসাধারণ নিবেদন, আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও