শব্দদূষণ রোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের তিন কিলোমিটার মহাসড়ককে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পাঁচ মাস যেতে না যেতেই আগের অবস্থানে ফিরে গেছেন যানবাহনের চালকরা। কারণে-অকারণে তাদের বাজানো হর্নে কান রীতিমতো ঝালাপালা। বিষয়টি তদারকির কেউ নেই।
রাজধানীর সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ১০টি এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করার কথা বলেছিল সরকার। কিন্তু এখন পর্যন্ত তারা এ উদ্যোগ বাস্তবায়ন করেনি। শুধু সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।