
ক্রেতা কম প্রযুক্তিপণ্যের বাজারে, দাম অপরিবর্তিত
পবিত্র রমজান মাসের শুরুতে প্রযুক্তিপণ্যের বাজারে ক্রেতাদের আনাগোনা বেশ কম দেখা গেছে। ফলে পণ্যও বিক্রি হয়েছে কম। বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, প্রতিবছরই পবিত্র রমজান মাসের শুরুতে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম থাকে। পণ্য বিক্রি কম হলেও দরদাম রয়ে গেছে আগের মতোই। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আলট্রা–৭ ২৪৫ কেএফ (৫.৫ গি.হা.) ৫০ হাজার টাকা কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা ও কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।