এক পয়সা মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৩

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ভিকি রাউলিনস ও তাঁর মেয়ে ব্রুক রাউলিনস পেশায় ‘বোটানিক্যাল আর্টিস্ট’। অর্থাৎ তাঁরা গাছের নিচে পড়ে থাকা বিভিন্ন ফুল, ফল, পাতা, ডাল, শুকনা কাঠসহ প্রকৃতির নানা উপাদান দিয়ে ‘আর্টপিস’ তৈরি করেন। তবে এই মা-মেয়ের ‘আর্ট’ একটু আলাদা। তাঁরা আর্ট বা শিল্পকর্ম তৈরি করে কুড়িয়ে আনা জিনিসগুলো আবার প্রকৃতিতেই ফিরিয়ে দেন। তাহলে কীভাবে তাঁরা এটাকে পেশা বানালেন? ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।



দুজনেই প্রতিদিন আশপাশের বাগান, রাস্তা বা পার্কে পড়ে থাকা নানা লতাপাতা, ফুল, ফল, বীজ, ডাল কুড়িয়ে আনেন।সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও