
সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ নতুন করে ফেরার সুযোগ খুঁজবে
সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ খুঁজবে।
বুধবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের হোটেল শুকতারায় শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক ও প্রচার এবং মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
মিলন বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস; গুনাহ মাফের মাস; তাই এ মাসের প্রকৃত শিক্ষা বাস্তবজীবনে প্রতিফলন ঘটিয়ে সবাইকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।