You have reached your daily news limit

Please log in to continue


প্রকাশ্যে ধূমপান যেমন নিষিদ্ধ, মোরাল পুলিশিংও সমর্থনযোগ্য নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধূমপান ইস্যু নিয়ে চলমান বিতর্ক একটি অপ্রয়োজনীয় বিতর্ক। কোনো সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সোশ্যাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও সোশ্যাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নেই এবং প্রকাশ্যে ধূমপান দেশে আইনত নিষিদ্ধ। একই সঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য নয়। এতে বিশৃঙ্খলা তৈরি হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, এখন সময় দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্নচিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন