আরেকটি রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ২২:০৬

শচিন টেন্ডুলকারকে আদর্শ মানেন বিরাট কোহলি। আদর্শকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতি কেমন, তা কোহলির চেয়ে ভালো জানা আছে আর কার! চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভেঙে নিজের করে নিলেন তিনি।


আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ভারতের কিংবদন্তি খেলেছেন মোট ৫৮টি ইনিংস। এর মধ্যে ২৩টি ছিল পঞ্চাশের চেয়ে বেশি রানের।


মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৪ রান তাড়ায় ৫৩ বলে ফিফটি পূর্ণ করেন ভারতের তারকা ব্যাটার কোহলি। তিনি টপকে টেন্ডুলকারকে। আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে ৫৩টি ইনিংসের মধ্যে ২৪টিতে পঞ্চাশের বেশি রান করলেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও