You have reached your daily news limit

Please log in to continue


টিকটকের অনিশ্চিত ভবিষ্যৎ, মেটার বড় সুযোগ!

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপ সম্প্রতি ১২ ঘণ্টার জন্য নিষিদ্ধ হয়েছিল। যদিও পরে এটি চালু করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে এটি স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

মার্কিন কংগ্রেসের নতুন আইনের কারণে বাইটড্যান্সকে আগামী ৫ এপ্রিলের মধ্যে টিকটকের অন্তত ৫০ শতাংশ মালিকানা বিক্রি করতে হবে কোনো আমেরিকান প্রতিষ্ঠানের কাছে। তা না হলে, পুরো দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে।

এই পরিস্থিতিতে, শর্ট-ভিডিও মার্কেটে আধিপত্য বিস্তারের সুযোগ দেখছে মেটা। টিকটক নিষিদ্ধ হলে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কমে যাবে এবং রিলস ব্যবহারকারীদের জন্য একটি নতুন অ্যাপ আনার মাধ্যমে মেটা আরও বেশি দর্শক টানতে পারবে।

ইনস্টাগ্রামের রিলসের ভবিষ্যৎ কী?

ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে রিলস অন্যতম। এটি মূলত একটি শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং টুল, যা ব্যবহারকারীদের তাদের সৃজনশীল কনটেন্ট প্রকাশ করতে সহায়তা করে। সম্প্রতি রিলসের সময়সীমা ৩০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, রিলসের জন্য আলাদা একটি অ্যাপ আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত নয়, নতুন অ্যাপ আসলে ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থাকবে নাকি এটি সম্পূর্ণ আলাদা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন