ঘরের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১৬:৫১

বাহির থেকে ঘরে ঢুকেই নাকে এল পচা গন্ধ। ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না কিছু। হঠাৎ এমন গন্ধ কেন, তা বুঝতেই হাজার চিন্তা। অনেক সময় দীর্ঘক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকলে ঘরে পচা গন্ধ হতে পারে।  এয়ার ফ্রেশনার দিয়েও তেমন কাজ হয় না। ঘরোয়া কিছু টোটকা রয়েছে, যা করলেই কিন্তু দূর হবে গন্ধ।


১. বাজে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।


২. বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।


৪. ঘরের ঢুকেই জানলা বন্ধ থাকলে তা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়ায় এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।


৫. জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। সপ্তাহে অন্তত এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।


৬. ঘর মোছার জলে কপূর ফেলে দিন। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও