You have reached your daily news limit

Please log in to continue


৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে, এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই দাবানলে এখন পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ২০০ এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব জাপানের অফুনাতো শহরে প্রায় এক সপ্তাহ আগে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে, অস্বাভাবিক শুষ্ক শীত ও প্রবল বাতাস এই আগুনের মূল কারণ। সোমবার পর্যন্ত দাবানল ২ হাজার ১০০ হেক্টর ভূমি ধ্বংস করেছে এবং ৮৪টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া আরও ২ হাজার মানুষ আত্মীয়স্বজন বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় প্রশাসন ধারণা করছে, এই দাবানলের কারণে একজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে শহরের একটি সড়কে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

২ হাজারের বেশি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) সদস্য ও দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘন বন ও খাড়া পার্বত্য ভূমির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে উঠেছে। এই অঞ্চলটি ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হওয়া শহরগুলোর মধ্যে অন্যতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন