
ইন্টেরিয়র ডিজাইনারের চাহিদা অনেক
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১০:১৬
দেশে পেশা হিসেবেই ইন্টেরিয়র ডিজাইনারের চাহিদা অনেক। ইন্টেরিয়র ডিজাইন বহুমাত্রিক সৃজনশীল পেশা। ডিজাইনারের মূল কাজ হলো গৃহ ও কর্মক্ষেত্রের সাজসজ্জাকে আকর্ষণীয় করে তোলা।
কর্মক্ষেত্র ও গৃহে আলাদা রঙ ব্যবহার হয়। গাঢ় রঙ নজর কাড়ে আর হালকা রঙ স্নিগ্ধতার প্রতীক। দেয়ালের রঙের সঙ্গে মিল করে পর্দা ও আসবাবপত্র ব্যবহার করা হয়। রঙ ও আসবাবপত্রের সঙ্গে মিল রেখে ফ্লোরে টাইলস করা হয়। পছন্দের আসবাবপত্র ও দেয়ালের রঙ ঘরকে আকর্ষণীয় করে তোলে। এসির সুবিধার্থে এবং ঘরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ফলস সিলিং ব্যবহার করে সিলিং হাইট কমিয়ে আনা যায়। কর্মক্ষেত্র আরও আকর্ষণীয় করার জন্য অফিসে বিশেষ ধরনের গাছ লাগানো যেতে পারে। এসব বিষয় নিজেকে দক্ষ করার জন্যই প্রয়োজন ইন্টেরিয়র ডিজাইনার।
- ট্যাগ:
- লাইফ
- ক্যারিয়ার
- ডিজাইনার