
এবার কারো কাছে কোনো অনুরোধ আসেনি
নন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বরাবরই ব্যস্ত সময় পার করেন নিজের সংগীত নিয়ে। ব্যস্ত সময় পার করছেন স্টেজেও। সম্প্রতি জুরিবোর্ডের সদস্য হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জমা পড়া ছবি দেখেছেন।
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
‘প্রেমে পড়ার গান’, ‘আরো একবার’ ও ‘তোমারই আছি’—পরপর তিনটি গান প্রকাশ করেছেন। কেমন সাড়া পাচ্ছেন?
খুব সাড়া পাচ্ছি বলা যাবে না। সমস্যাটা হলো, এখন অস্থির সময়।
মানুষ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত। সবাই ভাইরাল কনটেন্ট খোঁজে। তা ছাড়া কে কখন লাইভে এসে কী করতে যাচ্ছে, কোন ইনফ্লুয়েন্সার আরেক ইনফ্লুয়েন্সারের সঙ্গে ঝগড়া করছে, কোন তারকা চার-পাঁচটা বিয়ে করছে, সেটা আবার প্রমাণও করতে যাচ্ছে—সবাই এগুলো নিয়ে ব্যস্ত। আমার সঙ্গে রোদেলা (কন্যা), হৃদয় খানের কম্পোজিশন, গুঞ্জন রহমানের কথা সব মিলিয়ে ‘তোমারই আছি’ নিয়ে খুব আশাবাদী ছিলাম।