বসন্তকালের রোগব্যাধি

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:১৮

শীতের পরে অবশেষে বসন্ত এসেছে! ক্যালেন্ডারের পাশাপাশি প্রকৃতিতেও। এ সময়ে কিছু সাধারণ অসুস্থতা দেখা দিতে পারে। গরম আবহাওয়া, আমাদের কার্যকলাপের পরিবর্তন এবং বাতাসে এলার্জেনের কারণে অনেকের শরীর ভালো না-ও লাগতে পারে।


চলুন, দেখে নেওয়া যাক বসন্তে সবচেয়ে সাধারণ অসুস্থতা কী কী।


১. মৌসুমি এলার্জি
যদি এই সময়ে নাক বন্ধ হয়ে থাকে বা আপনি হাঁচি-কাশিতে ভুগে থাকেন তাহলে আপনি তাদের একজন যারা মৌসুমি এলার্জিতে ভুগেন। ফুলের পরাগ, ঘাসের পরাগ এলার্জির কারণ হয়ে থাকে। বাতাসে এলার্জেনের উপস্থিতি এবং বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ বেশি হওয়ায় বসন্তকালে অনেকেই এ সমস্যায় পড়েন। 


২. অ্যাজমা
বসন্তের এলার্জির কারণ (যেমন পরাগ এবং ছত্রাক) অ্যাজমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। এলার্জেন শ্বাসে প্রবাহিত হলে কাশি, বুকের খিঁচুনি, হাঁপানি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে।


৩. শ্বাসযন্ত্রের রোগ
বসন্তে শ্বাসনালি, গলা এবং সাইনাসে অতিরিক্ত মিউকাসসহ অ্যাডেনোভাইরাস নামক একটি বিশেষ ভাইরাস শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে।


৪. এলার্জিক পিংক আই 
বসন্তে পরাগ বা ছত্রাকের কারণে চোখে জ্বালাপোড়া এবং লাল হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও