You have reached your daily news limit

Please log in to continue


উদ্ধারকাজ শেষ, উত্তরাখণ্ডে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলী জেলায় রবিবার শেষ হলো উদ্ধারকাজ। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আটকে পড়া শ্রমিকদের শেষজনের দেহর খোঁজ মিলল দুপুরের দিকে। এতে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো আট। ৪৬ জন শ্রমিকের প্রাণ বাঁচাতে পেরেছে উদ্ধারকারী দল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

এর আগে শুক্রবার চামোলীর মানা গ্রামে বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) শিবিরে তুষারধস নেমে আটকা পড়েছিলেন ৫৪ জন শ্রমিক। রবিবার সেই উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেহরাদুনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মণীশ শ্রীবাস্তব।

শুক্রবার রাতে খারাপ আবহাওয়ার কারণে থমকে যায় উদ্ধারকাজ।

এরপর দ্বিতীয় দিন শনিবার উদ্ধারকাজ শুরু করে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর। তাদের সঙ্গে যোগ দেয় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও বিআরও। এই চার বাহিনীর প্রায় ২০০ জন মিলে চালান তল্লাশি। উদ্ধারকাজে মোতায়েন হয় হেলিকপ্টারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন