You have reached your daily news limit

Please log in to continue


গর্ভাবস্থায় রোজা পালনে করণীয়

গর্ভাবস্থায় মায়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকা অনেক গুরুত্ব বহন করে। রোজা মুসলমানদের ফরজ ইবাদত হলেও এসময় গর্ভবতী মহিলাদের জন্য কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন। গর্ভাবস্থায় রোজা পালনের ক্ষেত্রে সঠিক যত্ন ও পরামর্শ মেনে চলা উচিত। তাই গর্ভবতী মা হিসেবে রোজা রাখার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা ও মানা জরুরি।

চিকিৎসকের পরামর্শ নিন
গর্ভাবস্থায় রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা অন্য কোনো শারীরিক সমস্যা নিয়ে যারা গর্ভবতী, তাদের জন্য রোজা রাখার আগে চিকিৎসকের অনুমতি নেওয়া অব্যশক। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে রোজা রাখার বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

মানসিক প্রস্তুতি
রোজা রাখা শুধু শারীরিক নয়, মানসিকও এক ধরনের প্রস্তুতি। গর্ভাবস্থায় মা সাধারণত হরমোনাল পরিবর্তন, মানসিক চাপ এবং শারীরিক অস্বস্তি অনুভব করতে পারেন। তাই রোজার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেওয়া গুরুত্বপূর্ণ। এসময় পজিটিভ মনোভাব এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন