বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা এ জাতিকে বিভক্ত করার অছিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রোববার রমজানের প্রথম দিনে আলেম, ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলে বিএনপির আরও নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব তৈরিতে দেশে-বিদেশে একশ্রেণির লোকজন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’