ভারত থেকে আর কুকুর আমদানি নয়, স্বনির্ভর হচ্ছে বিজিবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৯:১৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন থেকে আর প্রশিক্ষিত কুকুর আমদানির জন্য বিদেশিদের ওপর নির্ভর করবে না। বিজিবির নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিশেষায়িত কে-৯ ইউনিটে (ডগ স্কোয়াড) নিজস্ব কুকুর প্রজনন কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণও দেবে তারা।


এতদিন বিজিবির কে-৯ ইউনিট সীমান্তে নিরাপত্তা অনুসন্ধান অভিযানের জন্য বিভিন্ন জাতের প্রশিক্ষিত কুকুর ভারত থেকে আমদানি করা হতো।


২০১৫ সালে বিজিবির ডগ স্কোয়াড প্রতিষ্ঠার পর থেকে ৭৯টি কুকুর কেনা হয়, যার মধ্যে রয়েছে জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার এবং ভারতের রাজাপালায়ম জাতের কুকুর। প্রতিটি কুকুরের দাম ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা।


শনিবার (১ মার্চ) উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদরদপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও কে-৯ ইউনিট এবং প্রশিক্ষণ কেন্দ্র পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানটি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং নবগঠিত ইউনিটগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও