You have reached your daily news limit

Please log in to continue


প্লাস্টিকপণ্যের রপ্তানি বাড়াতে আরএফএল-এর ২০০ কোটি টাকা বিনিয়োগ

গৃহস্থালি প্লাস্টিক সামগ্রীর রপ্তানি বাড়াতে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল ও চীন থেকে স্থানান্তরিত ব্যবসা আকর্ষণ করাও এ বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য। এতে নতুন করে অন্তত আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে।

এ বিনিয়োগ করা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে। কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হবে এপ্রিল-মে মাস থেকে। নতুন এ কারখানায় বছরে ৪২ মিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন করা যাবে। নতুন এ বিনিয়োগের ফলে আরএফএল-এর বার্ষিক রপ্তানি বাড়বে ৩০ শতাংশ।

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি

গৃহস্থালি প্লাস্টিকপণ্যের রপ্তানি বাড়াতে চীন থেকে মেশিনারিজ আনার জন্য রোববার (২ মার্চ) চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল গ্রুপের একটি চুক্তি সই হবে। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন