বেড়েছে লেবু-শসার দাম, মাছ-মাংসও চড়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪

রোজার আগ মুহূর্তে এসে বাজারে বেড়ে গেছে শসা, বেগুন আর লেবুর দাম; গরম হয়ে উঠেছে মাছ-মাংসের বাজারও; স্বস্তি বলতে এখনো ‘স্থিতিশীল’ আছে খেজুর ও চিনি-ছোলার বাজার।


শুক্রবার ছুটির দিনে রাজধানীর মহাখালী ও নিকেতন কাঁচাবাজার ঘুরে দ্রব্যমূল্যের এমন চিত্র পাওয়া যায়।


ইফতারে বেশ চাহিদা থাকে শসার; বেড়ে যায় লেবুর ব্যবহারও। বরাবরের মত রোজার আগে এসে পণ্য দুটির দাম আরও বেড়ে গেছে।


গেলে সপ্তাহেও বাজারে শসা বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে শুক্রবার নিকেতন কাঁচাবাজারে আকৃতিভেদে দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। ক্ষিরার কেজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে।


নিকেতন কাঁচাবাজারে শসা কিনছিলেন রাশেদুল ইসলাম। ‘সাততলা এলাকার’ বাসিন্দা বেসরকারি এই চাকুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঝারি সাইজের দুই কেজি শসা কিনলাম ৭০ টাকা করে কেজি। গেল সপ্তাহে কিনলাম ৫০ টাকা করে। “এই দেশের ব্যবসায়ীরা কিছুর চাহিদা বাড়লেই দাম বাড়ায়।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও