You have reached your daily news limit

Please log in to continue


কখন কালো জিরা খেলে কমবে কোলেস্টেরল

কালো জিরা অনেক ওষুধি গুণের ভাণ্ডার। রান্নায় স্বাদ বৃদ্ধির পাশাপাশি এই মশলা ওষুধি ও ভেষজ গুণের আধার। রান্নায় ফোড়ন হিসেবে স্বাদ বাড়ানোর পাশাপাশি কালো জিরার একাধিক উপকারিতা আছে।

  • কালো জিরায় প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্টস আছে। ফলে কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সর্দি-কাশি, জ্বর ও অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে কালো জিরা। মজবুত করে রোগ প্রতিরোধ শক্তি।
  • গ্যাস, অম্বল, পেট ফাঁপাসহ বদহজমের নানা সমস্যা দূর করে কালো জিরার পুষ্টিগুণ।
  • কালো জিরাতে আছে অ্যান্টি-ইনফ্লেম্যাটরি গুণ। শরীরের ইনফ্লেম্যাশন কমায়। আর্থরাইটিসসহ একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • মেটাবলিজম রেট বৃদ্ধি করে কালো জিরা। কমায় ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা। ফলে বাড়তি ওজন ঝরিয়ে রোগা হতে সাহায্য করে কালো জিরা। কালো জিরার অ্যান্টি-অক্সিড্যান্ট কমিয়ে দেয় অক্সিডেটিভ স্ট্রেস। ত্বক হয়ে ওঠে মসৃণ ও নিখুঁত।
  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কালো জিরা। তাই ব্লাড সুগার থাকলে কালো জিরা খেতে ভুলবেন না। কালো জিরা খেলে চুলের গোড়া মজবুত হয়। চুল স্বাস্থ্যকর ও উজ্জ্বল থাকে। চুল পড়া ও স্ক্যাল্প হেল্থ ভালো থাকে।
  • কালো জিরার গুণে রক্তে কোলেস্টেরল মাত্রা কমে। হৃদরোগের আশঙ্কা দূরে থাকে। এক কাপ পানিতে ১ চামচ কালো জিরা মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ফোটান। সকালে খালি পেটে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় ওই পানীয় পান করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন