বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা, বেড়েছে মামলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই সামাল দিতে পারছে না সরকার। নানাভাবে চাঁদাবাজি ছাড়াও একের পর এক খুন, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলছে।


রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কোপানো ও টাঙ্গাইলে বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনার রেশ না কাটতেই গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনশ্রীতে বাসায় ফেরার সময় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে জখম করে ১৬০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক তৈরি হয়।


শুধু বনশ্রীর ঘটনা নয়, বিগত কয়েক মাসে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে।


গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় শিক্ষাসফরের তিনটি বাসে ডাকাতি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পাহারা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।


এর আগে ২২ ফেব্রুয়ারি রাতে নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বাস ও একটি মাইক্রোবাসে ডাকাতি হয়। একই রাতে ঢাকার আশুলিয়ার জিরানীতে নিজ বাসায় ডাকাতের গুলিতে আহত হন অভিনেতা আজিজুর রহমান আজাদ। ডাকাতিতে বাধা দেওয়ায় তার পায়ে তিনটি গুলি করা হয়। তার মা ও স্ত্রীও আহত হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও