৮৮১ শহীদের মধ্যে ৫৮১ জনের স্বজনেরাই মামলা করেননি

প্রথম আলো প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ৮৮১ জনের মধ্যে মাত্র ৩০০ শহীদের স্বজনেরা মামলা করেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। যে ৫৮১ জন মামলা করেননি, তাঁদের স্বজনেরা জানিয়েছেন, অজানা ভয় ও হুমকির কারণে তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারেননি।


আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে এমএসএফ। গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার বিষয়ে ‘হিউম্যান রাইটস ভায়োলেশনস ইন জুলাই–আগস্ট ২০২৪ স্টাডি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানায়, গত বছরের ১ জুলাই থেকে শুরু হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। দাবি আদায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের অঙ্গ–সংগঠনের সদস্যদের নির্মম ও বর্বরোচিত আচরণ ছড়িয়ে পড়ে। রংপুরে আবু সাঈদ এবং ঢাকায় মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় দ্রুতই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো হয়। আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও