হার্ট অ্যাটাকের আগেই কি শরীর বিশেষ কিছু জানান দেয়

প্রথম আলো প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

আপনি এমন অনেকের কথাই শুনে থাকতে পারেন, যাঁদের কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছে। যেকোনো বয়সেই আকস্মিক মৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক। এমন মৃত্যুর অর্থ তো কেবল একটি জীবনপ্রদীপ নিভে যাওয়াই নয়; বরং একটি পরিবারের শত স্বপ্ন হারিয়ে যাওয়া। হার্ট অ্যাটাক হলে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা হয়, এই ধারণাটুকু কমবেশি সবারই রয়েছে। কিন্তু চরমতম এই লক্ষণ ছাড়া হার্ট অ্যাটাকের আরও অনেক লক্ষণ দেখা দেয়। এমনকি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার আগেও কিছু ‘ছোটখাটো’ লক্ষণ দেখা দিতে পারে, যা থেকে আপনি ধারণা পেতে পারেন, দেহযন্ত্রের কোথাও হয়তো কোনো গোলমাল হচ্ছে। এ সময়েই চিকিৎসা নিতে পারলে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানোর সুযোগ পাওয়া যায়।
হৃৎপিণ্ডের নিজস্ব রক্তনালির কোনো শাখার কোনো এক অংশে ব্লক অর্থাৎ বাধা সৃষ্টি হলে হৃৎপিণ্ডের কিছু অংশে আর ঠিকভাবে রক্তসঞ্চালন হতে পারে না। আর তাতেই বাধে বিপত্তি। সাধারণভাবে একেই বলা হয় হার্ট অ্যাটাক। কিন্তু রক্তনালিতে তো আর একদিনে ব্লক হয় না। দীর্ঘদিন ধরে রক্তনালির ভেতরে চর্বি জমা হতে হতে রক্তনালি ক্রমেই সরু হয়ে পড়ে। সরু পথে স্বাভাবিকভাবেই রক্তের প্রবাহ কম হয়। এ কারণেই শরীরে দেখা দেয় কিছু লক্ষণ। এ সম্পর্কে জানালেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান।


অল্পেই হাঁপিয়ে ওঠা, অস্বাভাবিক ক্লান্তি


হৃৎপিণ্ডের রক্তনালি যখন একটু একটু করে সরু হতে থাকে, তখন থেকেই তার কাজ বাধাগ্রস্ত হতে থাকে। ফলে শরীর অল্প শ্রমেই কাবু হয়ে পড়ে। এমন হলে সামান্য পরিশ্রমেই আপনি হাঁপিয়ে উঠবেন। খুব ভারী কোনো কাজ না করেও আপনি অত্যধিক ক্লান্তি অনুভব করবেন। এমন অবস্থায় দু-এক তলা সিঁড়ি ভেঙে উঠতেই আপনার বেশ কষ্ট হবে।


মাথা হালকা হয়ে যাওয়া, ঠান্ডা ঘাম


হার্ট অ্যাটাকের আগে প্রায়ই খুব দুর্বল বা অসুস্থ অনুভব করতে পারেন আপনি। মনে হতে পারে, মাথার ভেতরটা বুঝি হালকা হয়ে যাচ্ছে। ঠান্ডা ঘামও হতে পারে কারও কারও। খুব স্বাভাবিকভাবেই আপনি এমন লক্ষণের অন্য কোনো কারণও খুঁজে পাবেন না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও