ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে বুধবার শিবরাত্রির দিন শেষ অবগাহনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে ৪৫ দিনব্যাপী মহাকুম্ভের। মহাকুম্ভে কোটি কোটি মানুষ এবার যেখানে ডুব দিয়েছেন।
মহাশিবরাত্রি উপলক্ষ্যে মেলার শেষ দিনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এবারের মহাকুম্ভে ৬৬ কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।
বুধবার প্রয়াগরাজের বিভিন্ন শিব মন্দিরে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি সাংসদ রবি কিষান। তারা মানসরোবর মন্দির, মুক্তেশ্বর নাথ শিব মন্দির এবং মহাদেব ঝাড়খণ্ডি মন্দিরে পুজো দেন।