গুগল ড্রাইভে যুক্ত হলো ভিডিও থেকে টেক্সট ফিচার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

বিভিন্ন ফাইল সংরক্ষণের পাশাপাশি ভিডিও শেয়ারের জন্য ব্যবহার করা হয় গুগল ড্রাইভ। বড় কোনো ভিডিওর নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে ব্যবহারকারীদের মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য অ্যাপটিতে ‘ভিডিও ট্রান্সক্রিপ্টস’ ফিচার যুক্ত করল গুগল। এর মাধ্যমে ভিডিওর কথোপকথন, বক্তৃতা, ডায়ালগের লিখিত রূপ তৈরি করা হবে। এ ছাড়া ভিডিওর ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ভিডিওতে থাকা কোনো বিষয় সহজেই সার্চ করা যাবে। কারণ এই ট্রান্সক্রিপ্টগুলোর কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিওটি সেই নির্দিষ্ট সময়ে চলে যাবে। এর ফলে, ভিডিওর নির্দিষ্ট অংশগুলো খুঁজে পেতে আরও সুবিধা হবে।


গুগল ড্রাইভে ভিডিও ট্রান্সক্রিপ্টস ফিচার


গুগল তাদের ওয়ার্কস্পেস ব্লগে নতুন ফিচারটি ঘোষণা করেছে। এটি ২০২৪ সালে জুলাইয়ের চালু হওয়া অটোমেটিক ক্যাপশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি। এই ফিচারটি ভিডিও আপলোড করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি করে।


অটোমেটিক ক্যাপশন ফিচারটি বর্তমানে শুধু ইংরেজিতে কথা বলা ভিডিওগুলোর জন্য কাজ করছে এবং ভবিষ্যতে অন্যান্য ভাষায় এই ফিচার কাজ করবে বলে গুগল জানিয়েছে। এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভিডিও চলাকালে ট্রান্সক্রিপ্ট আলাদাভাবে দেখতে পারবেন। ভিডিও চলার সময় ডান পাশের একটি সাইড প্যানেলে ট্রান্সক্রিপ্ট খোলা যাবে।


ট্রান্সক্রিপ্টের সঙ্গে টেমপ্লেট ও সার্চ ফিচার


এই ট্রান্সক্রিপ্টগুলো টাইম স্ট্যাম্পসহ প্রদর্শিত হবে এবং প্রতিটি বাক্য আলাদা আইটেম হিসেবে তালিকাভুক্ত থাকবে। সাইড প্যানেলে একটি সার্চ বারও থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ অনুসন্ধান করতে পারবেন এবং সঠিক টাইম স্ট্যাম্পটি খুঁজে পেতে পারবেন। কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিও সেই সময়ে চলে যাবে, যা ব্যবহারকারীদের তাঁদের কাঙ্ক্ষিত অংশটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও