রোজায় ভেজাল ঠেকাতে প্রতিদিন মোবাইল কোর্ট: শিল্প উপদেষ্টা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

রোজার মাসে ভেজাল রোধে বিএসটিআই ঢাকায় প্রতিদিন তিনটি এবং প্রতি জেলায় একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।


বুধবার সকালে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারাবছর ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। রোজা উপলক্ষে বিশেষভাবে এ অভিযান পরিচালনা করবে।


“মার্চের ১ অথবা ২ তারিখ রোজা শুরু হবে। এজন্য আরও এক মাস আগে থেকেই বিএসটিআইয়ের সার্ভেইলেন্স কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ, পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে মোবাইল কোর্ট ও সার্ভেইলেন্স কার্যক্রম জোরদার করা হয়েছে।”


উপদেষ্টা বলেন, ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেটরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএনের সহায়তায় ছুটির দিনসহ প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।


“আর সারা দেশে জেলা ও উপজেলায় বিএসটিআইয়ের সহযোগিতায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”


তিনি বলেন, রোজাদাররা যেসব খাবার বেশি খান, যেমন - ফ্রুট ড্রিংকস, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার,কার্বোনেটেড বেভারেজ, ভোজ্যতেল, সয়াবিন তেল, ঘি, সেমাই– এসব খাবারে ভেজাল দেওয়ার সুযোগ বেশি থাকে। তাই এসব পণ্যে বিশেষ নজরদারি করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও