ইউটিউবে প্রিমিয়াম লাইট প্ল্যান

দেশ রূপান্তর প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। ইউটিউবে কোনো কিছু দেখতে গিয়ে অনেকেই বিজ্ঞাপনের যন্ত্রণায় অস্থির থাকেন। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন শুধু পয়সা খরচ করে।  ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার আনতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান।


তবে এই প্ল্যানে আপনি দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দিব্যি দেখা যাবে। শুরুতে অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে তা শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে এই প্ল্যান বাজারে আনছে। তবে আগামীতে ধীরে ধীরে বাকি দেশগুলোতে এই সেবা তারা নিয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবরে প্রিমিয়াম লাইট প্ল্যানে ইতি টেনেছিল ইউটিউব। এবার সেটাই ফিরতে চলেছে নতুনভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও