You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক শক্তিশালী রাখা দরকার: তৌহিদ হোসেন

অতীত হৃদ্যতার উত্তরাধিকারকে ধারণ করে রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী ভিত্তি দেওয়ার উপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ঢাকায় রাশিয়ান হাউজের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সত্তরের দশকে গড়ে ওঠা সম্পর্ক আরও সমৃদ্ধ ও বিকশিত হচ্ছে।

“দুদেশের মধ্যে হৃদ্যতার উত্তরাধিকার ধরে রাখার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করা এবং বাংলাদেশ-রাশিয়ার বন্ধনকে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী রাখা দরকার।”

রাশিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধকালে তৈরি হওয়া সম্পর্কের ধারাবাহিকতায় ১৯৭৪ সালে ঢাকায় রাশিয়ান হাউজ গড়ে তোলা হয়।

সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুদেশের শিল্পী-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির পাশাপাশি রুশ ভাষা শিক্ষা কোর্স চালিয়ে থাকে এই প্রতিষ্ঠান।

সময়ের পথচলায় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত হওয়ার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, “আমাদের সম্পর্ক শিক্ষা-সংস্কৃতির পাশাপাশি বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তাসহ বহুবিধ ক্ষেত্রে বিস্তৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন