You have reached your daily news limit

Please log in to continue


'মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্রনির্মাতা জাহিদুর রহিম অঞ্জন (৬১) মারা গেছেন।

সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার তথ্য দিয়েছেন নির্মাতা আকরাম খান।

গ্লিটজকে তিনি বলেন,"দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জনদা। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে অপারেশন হয়েছে, তবে রিকোভার করতে পারেননি। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

“উনার স্ত্রী শাহিন আক্তার সেখানে আছেন। আগামীকাল (মঙ্গলবার) আমাদের শর্ট ফিল্ম ফোরাম থেকে এনায়েত করিম বাবুল ভাইয়ের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে হয়ত উনার লাশ আনতে যাওয়া হবে।"

‘মেঘমল্লার’ খ্যাত এই নির্মাতার মৃত্যুতে শোকপ্রকাশ করছেন অনেকে।

ফেইসবুকে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম লিখেছেন, “শান্তিতে ঘুমাও বন্ধু, কত না বলা কথা রয়ে গেল। অঞ্জন দেখা হবে তাড়াতাড়ি, জমিয়ে আড্ডা হবে। শারাবান তাহুরা হাতে।"

অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, "দাদা, একটু অপেক্ষা করেন। আসতেছি, তারকোভস্কি নিয়ে কথাটা বাকী আছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন