চ্যাম্পিয়ন্স ট্রফির পর ব্যাটিং ইউনিটে পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন অধিনায়ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২

বোলিং নিয়ে সন্তুষ্টি, ব্যাটিং নিয়ে হতাশা। সবই বাংলাদেশ দলের নিয়মিত চিত্র। নাজমুল হোসেন শান্তর কথাগুলোও পুরোনো। তবে এরপর কৌতূহল জাগানিয়া কিছু বললেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের ব্যাটিংয়ে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।


চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুবাইয়ে ২২৮ রান করে ম্যাচ হারতে হয়েছে ৬ উইকেটে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার রাওয়ালপিন্ডিতে ২৩৬ রান তুলে পরাজয় পাঁচ উইকেটে।


দুটি ম্যাচে পরাজয়ের ব্যবধান বেশ বড়। তবে পুরো চিত্র উঠে আসছে না শুধু ফলাফল থেকে। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা স্বল্প পুঁজি নিয়েও বেশ লড়াই করেছে। একটা পর্যায় পর্যন্ত চাপেও রাখতে পেরেছে প্রতিপক্ষকে। ফিল্ডাররা যদি ক্যাচ না ছাড়তেন বা রান আউটের সুযোগ কাজে লাগাতে পারতেন, তাহলে লড়াই জমে উঠতে পারত আরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও